প্রধান শিক্ষাকের বাণী
শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষা মানুষকে অন্ধকার থেকে আলোকিত করে। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। গোটা জাতির অর্ধেক অংশ নারী। তাই নারী শিক্ষার সম্প্রসারণের জন্য ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল দোরমুটিয়া সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়টি। প্রতিষ্ঠা লগ্ন থেকে নারী শিক্ষা প্রসারে অগ্রনী ভূমিকা পালন করে চলেছে। এই প্রতিষ্ঠানটি দিন বদলের পালায়, এই স্বনামধ্ন্য প্রতিষ্ঠান থেকে হাজারো শিক্ষার্থী সাফল্যের সাথে এস.এস.সি পরীক্ষার পাস করে আজ ডাক্তার, ইঞ্জিনিয়ার ও শিক্ষক হচ্ছে এবং পাশাপাশি বিভিন্ন বিশ্ববিধ্যালয়ে পড়াশোনা করছে। আমি অত্র বিধ্যালয়ের একজন প্রধাণ শিক্ষক হতে পেরে গর্বিত এবং সম্মানিত। আমি আরো কৃতজ্ঞ যে কেশবপুরের সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী মরহুমা ইসমাত আরা সাদেক অত্র বিধ্যালয়ের ৪ তলা বিশিষ্ট একটি সুন্দর ভবন নির্মাণ করে দিয়েছেন। আমি প্রতিষ্ঠানটির উন্নয়ন ও পড়ালেখার শ্রীবৃদ্ধি ঘটানোর প্রচেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।
এম ডি আহসান হাবিব
প্রধান শিক্ষাক
ভরত ভায়না মাধ্যমিক বিদ্যালয়
ভরত ভায়না, কেশবপুর, যশোর।