অধ্যক্ষের বাণী
“শেখার জন্য এসো সেবার জন্য যাও” এই স্লোগানকে সামনে রেখে আমরা পথ চলছি সেই ১৯৬৬ ইং সাল থেকে আজ পর্যন্ত। আমরা পরিবর্তনশীল সময়ের সাথে পদ্ধতি পরিবর্তন করলেও আমার আমাদের উদ্দেশ্য থেকে একচুলোও সরে আসিনি।
সভাপতির বাণী
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর জনগণের দোরগোড়ায় শিক্ষা সেবা পৌঁছে দেবার লক্ষ্যে যাবতীয় কার্যাদী সম্পাদনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার ও যশোর শিক্ষাবোর্ডের অধীন সকল প্রতিষ্ঠানের তথ্য অনলাইনে প্রেরণের ব্যবস্থা নেওয়া হয়েছে জেনে আমি আনন্দিত।
নোটিস
প্রতিষ্ঠানের ইতিহাস
“শেখার জন্য এসো সেবার জন্য যাও” এই স্লোগানকে সামনে রেখে আমরা পথ চলছি সেই ১৯৬৬ ইং সাল থেকে আজ পর্যন্ত। আমরা পরিবর্তনশীল সময়ের সাথে পদ্ধতি পরিবর্তন করলেও আমরা আমাদের উদ্দেশ্য থেকে একচুলোও সরে আসিনি। মানুষ গড়ার এই কারখানায় অনবরত তৈরি হচ্ছে সুশিক্ষায় সজ্জিত মানব জাতির এক একটি শ্রেষ্ঠ হাতিয়ার, যারা দেশ বিদেশে তাদের আলো ছড়িয়ে চলেছে। আমরা বিদ্যালয়ের দক্ষ প্রশাসন ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা বিদ্যালয়টি পরিচালনা করছি দক্ষতার সাথে।